নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ও প্ল্যানেটারী হেলথ একাডেমিয়া’র যৌথ উদ্যোগে ২ দিন ব্যাপী এবিসিডি অফ ইমার্জেন্সি কেয়ার কোর্স চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ক্যান্সার ইনষ্টিটিউটে অনুষ্ঠিত হয়। ২ দিন ব্যাপী এই কর্মশালার সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আজ বিশ^ স্ট্রোক দিবস। সকাল থেকে স্ট্রোক দিবস উপলক্ষ্যে অনেকগুলো প্রোগ্রামে আমি অংশ গ্রহণ করেছি। স্ট্রোক রোগীদের জন্য ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্ল্যানেটারী হেলথ একাডেমিয়া ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের যৌথ উদ্যোগে আয়েজিত এই কর্মশালাটি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ইমার্জেন্সি চিকিৎসকগণ তাদের চিকিৎসা সেবা ও জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে পারবে। এর মাধ্যমে আমাদের নবীন চিকিৎসকগণ তাদের দক্ষতা বৃদ্ধি ও টেকনোলজিতে আরো সমৃদ্ধ হতে পারবে বলে আমি বিশ^াস করি। এটি ইমার্জেন্সি রোগীদের জরুরী চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং আমাদের ইমার্জেন্সি ডাক্তারদের আরো যোগ্য হিসেবে গড়ে তুলবে। এখানে যারা অংশ গ্রহণ করেছেন এই প্রশিক্ষণ তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে ও প্রতিষ্ঠানে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রধান অতিথি আরো বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের এই ক্যান্সার ইনষ্টিটিউটটি চট্টগ্রামবাসীর জন্য একটি বিশাল সম্পদ। চট্টগ্রামের ক্যান্সার রোগীরা এখন স্বল্প খরচে চট্টগ্রামে বসেই ক্যান্সারের রেডিওথেরাপিসহ সব চিকিৎসা পাচ্ছেন। আগে এই রোগীগুলোকে বেশিরভাগ ক্ষেত্রে ঢাকায় চলে যেতে হতো। এই ক্যান্সার ইনষ্টিটিউটটি চালু হওয়ার পর ক্যান্সার রোগীদের এখন আর ঢাকা যাওয়ার প্রয়োজন হয়না। তিনি এজন্য হাসপাতাল কর্তৃপক্ষ এবং ক্যান্সার ইনষ্টিটিউটের সাথে সংশ্লিষ্ট টিমের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, ডা. এ কে এম ফজলুল হক, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মো. জাহিদুল হাসান, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, কার্যনির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তানভীর, মোহাম্মদ আবুল হাশেম, দাতা সদস্য ইঞ্জি. মো. জাবেদ আবছার চৌধুরী, মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়–য়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, ক্যান্সার ইনষ্টিটিউটের পরিচালক ও বিভাগীয় প্রধান ডা. শেফাতুজ্জাহান প্রমুখ।
২ দিন ব্যাপী এই কর্মশালায় কোর্স কো অর্ডিনেটর হিসেবে ছিলেন ডা. রাইক রিদওয়ান, জনাব মোস্তাক চৌধুরী ও ডাএ জেড এম আহসান উল্লাহ। কর্মশালায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ চট্টগ্রামের বিভিন্ন মেডিকেল কলেজের ইমার্জেন্সি ও আইসিইউতে কর্মরত ৫০ জন চিকিৎসক অংশ গ্রহণ করেন।
প্রধান অতিথি অংশ গ্রহণকারী চিকিৎসকদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এর সহযোগী অধ্যাপক ডা. মো. মাহাদী হাসান।