চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের আগামী ২২ অক্টোবর হতে যাওয়া ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন আদালতের আদেশের মাধ্যমে স্থগিত করা হয়েছে।

আজ ২১ অক্টোবর  জেলা পরিষদ, চট্টগ্রামের নির্বাহী কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা ইউনিট কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৭) নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয় যুগ্ম জেলা জজ ১ম আদালত, চট্টগ্রাম এর অপর মামলা নং- ২৫৭/২০২৫ ইং এ প্রচারিত ২১/১০/২০২৫ ইং তারিখের আদেশের অনুকূলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের ২০২৫-২০২৭ মেয়াদের আগামী ২২ অক্টোবর রোজ বুধবারে  হতে যাওয়া নির্বাচন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।

বিষয়টি জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্যদের অবগতির জন্য প্রকাশ করা হয় এবং পাশাপাশি জেলা পরিষদ চট্টগ্রামের প্রশাসক ও চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিট চেয়ারম্যান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, চট্টগ্রাম জেলা প্রশাসক, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারী ও সদর দপ্তরের ইউনিট এ্যাফেয়ার্স বিভাগ ও পি এন্ড ডি পরিচালককে বিষয়চি জানানো হয়েছে।

0Shares

নিউজ খুজুন