নিজস্ব প্রতিবেদক : শতবর্ষী বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের ভোটার আইডি কার্ড আজ ১৫ অক্টোবর থেকে বিতরণ শুরু হচ্ছে।
প্রায় সাত হাজার ভোটারের এই নির্বাচনে অংশগ্রহণকারীদের কার্ড কার্যালয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সেমিনার হলে শনিবার থেকে বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা এবং বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রদান করা হবে।
দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সূত্রে জানা যায়, আইডি কার্ড গ্রহণের সময় স্ব-স্ব প্রতিষ্ঠানের হালনাগাদ অরিজিনাল চেম্বার সার্টিফিকেট দেখাতে হবে।
উল্লেখ্য যে, আগামী ১ নভেম্বর বিভিন্ন ক্যাটাগরির ২৪ পরিচালক পদে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ হবে।
চূড়ান্ত তালিকা অনুযায়ী, সাধারণ শ্রেণিতে (অর্ডিনারি গ্রুপ) মোট প্রার্থী ৩৬ জন। অন্যদিকে সহযোগী শ্রেণিতে (অ্যাসোসিয়েট গ্রুপ) মোট প্রার্থী ১৪ জন। ট্রেড ও টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে ৩ জন করে প্রার্থী। এ দুই গ্রুপে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। ।
পাঠক সংখ্যাঃ ৬৪
0Shares