চট্টগ্রাম ওয়াসা পরিদর্শনে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান চট্টগ্রাম ওয়াসা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ,কে,এম ফজলুল্লাহ ও চট্টগ্রাম ওয়াসার সর্বস্তরের কর্মকর্তাদের সাথে এক আলোচনায় সভায় মিলিত হন । সভায় ঢাকা ওয়াসায় পরিচালিত বিভিন্ন কর্মকান্ডের পাশাপাশি বিগত ১০ বছরে পাঁচটি লক্ষ্যকে সামনে নিয়ে কিভাবে দূরদর্শিতার সাথে ঢাকা ওয়াসাকে উন্নতির অগ্র শিখরে পৌছান সে বিষয়ে আলোকপাত করেন। পক্ষান্তরে চট্টগ্রাম ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ,কে,এম ফজলুল্লাহএর নেতৃত্ত্বে চট্টগ্রাম ওয়াসা ও কিভাবে বিগত ১০ বছরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সে বিষয়েও আলোচনা হয়। উক্ত আলোচনা সভায় চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন/ অর্থ), বানিজ্যিক ব্যবস্থাপক, প্রধান প্রকৌশলী এবং সর্বস্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। পওে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান চট্টগ্রাম ওয়াসার বিভিন্ন স্থাপনা ও প্রকল্প সমূহ পরিদর্শন করেন।

0Shares

নিউজ খুজুন