নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) এলাকার অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার আনুমানিক ২টার দিকে ইপিজেড কারখানার হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুনে ঘন ধোঁয়ায় ঢেকে যায় নয়তলা ভবনের ওই কারখানায় প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কাজে নিয়োজিত।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পাঠক সংখ্যাঃ ৭৪
0Shares