চট্টগ্রামে হামলার শিকার বন গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক : ১৬ মার্চ রাতে নগরীর ষোলশহর রেলস্টেশন সংলগ্ন বন গবেষণা ইনস্টিটিউট এর সিনিয়র রিসার্চ অফিসার মোহাম্মদ জহিরুল আলমকে হামলা করা হয়। বন গবেষণা ইনস্টিটিউটের কর্মচারী নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে মূলত এই হামলা হয়েছে বলে দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকাকে জানান হামলার শিকার জহিরুল আলম। অত্র প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেনীর কর্মচারী মুছার ছেলে তৌহিদ সম্প্রতি বন গবেষণা ইনস্টিটিউটের কর্মচারী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে কিন্তু সেই লিখিত পরীক্ষায় উর্ত্তীণ না হওয়ায় চাকরি প্রাপ্ত হয়নি। তারই পরিপ্রেক্ষিতে মুছা গত ১৪ মার্চ নিয়োগ কমিটির সদস্য সচিব বিভাগীয় কর্মকর্তা (প্রশাসন) ড. মাহাবুবুর রহমান কক্ষে গিয়ে হুমকি প্রদান করে। উক্ত ঘটনার প্রতিবাদে গত ১৫ মার্চ বন গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ প্রতিবাদ কর্মসূচী পালন করে এবং আমিও সেই কর্মসূচীতে অংশগ্রহণ করি।
১৬ মার্চ নামাজের জন্য মোহাম্মদ জহিরুল আলম মসজিদে গেলে মুছার ছেলে ও তার দলবল হামলা চালায়। এ ব্যাপারে মোহাম্মদ জহিরুল ইসলাম পত্রিকাকে জানায়, আমি নিয়োগ পরীক্ষার কোন বিষয়ে অর্ন্তুভুক্ত ছিলাম না।
এ ব্যাপারে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা হয়েছে বলে জানান।

0Shares

নিউজ খুজুন