চট্টগ্রামে সনাতনীদের ৮ দফা দাবীতে জনসমুদ্র সমাবেশ

দৈনিক নিউজ চাটগাঁ ডেক্স : দেশব্যাপী হিন্দুদের উপর সাম্প্রদায়িক হামলা, নির্যাতন নিপীড়ন, মঠ মন্দিরে ভাংচুর, জায়গা-জমি জবর দখল, খুন-ধর্ষন এর প্রতিবাদে ২৫ অক্টোবর ঐতিহাসিক লালদিঘীর ময়দানে লাখো সনাতনী জনসমাগম  সনাতনী জনসমুদ্রে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের আয়োজনে ৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিশাল মহাসমাবেশ মঠ মন্দিরের সাধু, মোহন্তদের উপস্থিতিতে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে শুরু হয়।

জেলা, উপজেলা ও নগরীর বিভিন্ন মঠ মন্দিরের সাধু মোহন্তরা তাদের বক্তব্যে সনাতনীদের অধিকার আদায়ের কথা উপস্থাপন করেন।

সমাবেশে ৮ দফা দাবি সমূহ হচ্ছে :

১। সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথাপোযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

২। অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন করতে হবে।

৩। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে।

৪। হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। পাশাপাশি বৌদ্ধ ও খ্রিষ্টানধর্মীয় কল্যাণ ট্রাস্টিকেও ফাউন্ডেশনে উন্নীত করতে হবে।

৫। ‘দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন’ যথাযথ বাস্তবায়ন করতে হবে।

৬। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা রুম বরাদ্দ করতে হবে।

৭। সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড, আধুনিকায়ন করতে হবে।

৮। শারদীয় দুর্গাপুজায় ৫ দিন ছুটি দিতে হবে।

0Shares

নিউজ খুজুন