সারাদেশে সংখ্যালঘুদের মন্দির ভাঙচুর, হামলার প্রতিবাদে আজ ১১ আগষ্ট নগরীর আন্দরকিল্লা চত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ; বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ; সংখ্যালঘু ঐক্য মোর্চাভূক্ত সংগঠনসমূহের ব্যানারে সনাতন ধর্মাবলম্বীরা সমাবেশ করে।
সমাবেশে শিশু, যুবক, বৃদ্ধ, পুরুষ, মহিলারা ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধের প্রতিবাদের ভাষা প্রকাশ করেন।
সভায় বক্তারা অনতিবিলম্বে সাম্প্রদায়িক হামলা বন্ধ, হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচার এবং হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান এবং বাস্তুহারাদের জায়গা জমি ফিরিয়ে দেওয়ার সরকারী পদক্ষেপ গ্রহনের দাবি জানান।
সমাবেশ শেষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ; বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ; সংখ্যালঘু ঐক্য মোর্চাভূক্ত সংগঠনসমূহ ও সনাতন ধর্মাবলম্বীরা বিক্ষোভ মিছিল করে।