হাটহাজারী প্রতিনিধি : হাটহাজারীর মদুনাঘাট এলাকায় রাউজান উপজেলার বিএনপির কর্মী আব্দুল হাকিম (৫৫) এলাকা থেকে ব্যক্তিগত গাড়িতে করে চট্টগ্রাম নগরীর উদ্দেশ্যে আসার সময় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। গুলিবিদ্ধ হাকিমকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, গাড়ির সামনের উইন্ডশিল্ডে তিনটি গুলির চিহ্ন রয়েছে। আবদুল হাকিম চালকের বাম পাশে বসা ছিলেন। তার পাশের জানালায়ও একাধিক গুলির চিহ্ন রয়েছে।
উল্লেখ্য নিহত আবদুল হাকিম মালিকানাধীন ‘হামিম এগ্রো’ নামে একটি গরুর খামার রয়েছে। তিনি রাউজানের বিএনপি রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।