চট্টগ্রামে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন

পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ও সরকারের যুগ্ম সচিব মোঃ হাবিবুর রহমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় পরিবার কল্যাণ সেবা অনেকদুর এগিয়ে গেছে। মা ও শিশু স্বাস্থসেবা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ রোধ, গর্ভবতী ও প্রসূতি মায়েদেরকে পরিবার পরিকল্পনা বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ দিয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে পরিবার পরিকল্পনা বিভাগ ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে সেবা দিচ্ছে। বাসায় ডেলিভারী করলে শিশু ও মা দু’জনেরই চরম ঝুঁকি থাকে। তাই মা ও শিশুকে নিরাপদ রাখতে প্রাতিষ্ঠানিক ডেলিভারীর কোন বিকল্প নেই। আজ ১৯ ডিসেম্বর ২০২১ ইংরেজি রোববার চট্টগ্রাম নগরীর পূর্ব বাকলিয়া ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আয়োজিত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের (১৮-২৩ ডিসেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেবা ও প্রচার সপ্তাহের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে-‘ পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহণ করি; বাল্যবিয়ে এবং অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করি’। পূর্ব বাকলিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে ও কেক কেটে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। পরিবার পরিকল্পনা বিভাগ সারা বছরই সেবা দিয়ে থাকে। যারা পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করছেন না, কিংবা অন্য পদ্ধতি গ্রহণ করছেন তাদেরে মা-শিশুর স্বাস্থ্যসেবা সম্পর্কে সঠিক পরামর্শ দিতে সরকার সারাদেশে এ কর্মসূচী গ্রহণ করেছে। যারা পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা নিতে আসছেন তাদেরকে এ ক প্রচার সপ্তাহে আরও বেশি উৎসাহিত করা হচ্ছে। দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে সেবা নিতে টাকার বিনিময়ে টিকেট নিতে হয়, কিন্তু পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা নিতে টিকেটের প্রয়োজন হয়না। পরিবার কল্যাণ কর্মীরা ঘরে গিয়েই মা’দেরকে সেবা দিয়ে আসে। ১৮ বছরের উর্ধ্বে ৫০ বছরের নিচে সকল মহিলাকে সেবা দেয় হচ্ছে।
বিশেষ অতিতির বক্তব্যে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভূমিকা তা সর্বমহলে প্রশংসিত হয়েছে। প্রতিষ্ঠান বা স্থাপনা বড় কথা নয়, এখানে এসে কতজন সেবা পাচ্ছে তা মূখ্য বিষয়। মা-শিশুর জীবনের ঝুঁকি এড়াতে প্রাতিষ্ঠানিক ডেলিভারীর বিষয়ে প্রচার-প্রচারণা অব্যাহত রাখতে হবে। স্বাস্থ্যসেবার অগ্রযাত্রায় সবাইকে সামিল হতে হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়তে হলে সুস্থ মা ও সন্তান অত্যন্ত জরুরী। কোভিডকালীন সময়ে মাস্ক ব্যবহার, নিরাপদ দুরত্ব বজায় রেখে চলাফেরা, সামাজিক অনুষ্ঠান পরিহার ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে সবাইকে পরামর্শ দেন তিনি।
পরিবার পরিকল্পনা চট্টগ্রামের উপ-পরিচালক সুব্রত চৌধুরীর সভাপতিত্বে ও পূর্ব বাকলিয়া ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সহকারী সার্জন ডা. প্রতিমা রানী ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. মোঃ ওয়াজেদ চৌধুরী অভি। স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা চট্টগ্রাম রিজিওনাল কনসালট্যান্ট ও সহকারী পরিচালক ডা. ছেহেলী নার্গিস। অনুষ্ঠানে পূর্ব বাকলিয়া ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কর্মরত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

0Shares

নিউজ খুজুন