চট্টগ্রামে খাল খননের নামে দুর্নীতি ও লুটপাট করা হয়েছে : শিল্প উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় চট্টগ্রামে খাল খননের নামে দুর্নীতি ও বিপুল অর্থ লুটপাট করা হয়েছে। শহরের ভেতরের খালগুলোর দিকে নজর দেওয়া হয়নি। অর্থনৈতিক অবস্থা খারাপ করে দেওয়া হয়েছে। আমরা সেখান থেকে উত্তরণের চেষ্টা করছি।

তিনি বলেন, আমরা জলাবদ্ধতা নিরসনের কাজটা শুরু করেছি এ কাজ এগিয়ে যাবে। এইবারের বর্ষায় আমরা যতদুর জলাবদ্ধতা কমিয়ে আনতে পারি এবং সেটার মধ্য দিয়ে আগামী বর্ষার আগে জলাবদ্ধতা দুর হবে।

এখানে চট্রগ্রাম সিটি করপোরেশনের মেয়র সাহেব এবং সিডিএ এর চেয়ারম্যান আছেন। সকলের সাথে সমন্বয় করে বিশেষ করে কয়েকজন উপদেষ্টা মহোদয়ের তত্ত্বাবধানে এই কাজগুলো হচ্ছে।

উপদেষ্টা আদিলুর রহমান খান আজ শুক্রবার চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসনের জন্য খাল-নালা খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

চট্রগ্রাম সিটি করপোরেশন আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান আরো জানান এ বছর চট্টগ্রাম নগরের ২১টি খাল পরিষ্কারের জন্য সরকার ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তিনি চট্টগ্রাম নগরের এক কিলোমিটার এলাকায় বারইপাড়া খালের খননকাজ পরিদর্শন করেন।

এ অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বিগত বছরগুলোয় নগরের সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে নগরবাসীকে জলাবদ্ধতার কবলে পড়তে হয়েছে। আগামী দিনে জলাবদ্ধতা নিরসনে সেবা সংস্থাগুলো সমন্বয় করে কাজ করবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন,

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মোহাম্মদ আশরাফুল আমিনসহ বিভিন্ন দপ্তর -সংস্থার প্রতিনিধিবৃন্দ।

এরপরে উপদেষ্টা আদিলুর রহমান খান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খান, বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন, সিডিএ এর চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিমসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ চট্রগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুন: খনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।

0Shares

নিউজ খুজুন