গত ২৪ ঘন্টায় সিএমপি’র বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী/পরিকল্পনাকারী/সহযোগী ও অবৈধ অস্ত্রধারী সহ ৩০জন আসামী গ্রেফতার করা হয়েছে।
বিভিন্ন থানা পুলিশের বিশেষ অভিযানে বাকলিয়া থানার আসামী দীপন ধর (৪০), মোঃ ফারুখ (৪৫), মোঃ ইমরান হোসেন (৩২), মোঃ মনির আলম (৩৩), চান্দগাঁও থানার আসামী পেয়ার আহমেদ (৪৫), মোঃ আব্দুর রহিম (৩৭), চকবাজার থানার আসামী মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী (৫২), পাহাড়তলী থানার আসামী মামুনুর রশদি পাভেল (২১), ডবলমুরিং মডেল থানার আসামী শুক্কুর আহমেদ প্রঃ মোঃ ফয়সাল (২২), আলী মর্তুজা (৩৫), সদরঘাট থানার আসামী শাহাজাহান ইসলাম সাজু (২৮), মোঃ নাহিদুল আলম এলিন (৪৩), মোঃ সফর আলী (৩৯), বায়েজিদ বোস্তামী থানার আসামী মো: ইকবাল হোসেন (৩৫), মোঃ নুরুল আলম (৬২), হালিশহর থানার আসামী ১৬। মোঃ রুবেল মিয়া (২৬), পতেঙ্গা মডেল থানার আসামী মোঃ আব্দুর রউফ বাদশা (১৯), পাঁচলাইশ মডেল থানার আসামী মোঃ ওসমান গণি প্রঃ ইমন (২৪), এ এন মেহেদী ইসলাম বাপ্পী (৪৪), খুলশী থানার আসামী মোঃ রফিক (৪০), কর্ণফুলী থানার আসামী, মোঃ রাকিব(২৪), জুলফিকার আলী মাসুদ(৫০), কোতোয়ালী থানার আসামী মোঃ সাইফুল ইসলাম (৪৭), মোহাম্মদ আরশাদুল নুর (২০), আবুল কাসেম (৪৫) ও মোঃ আকবর হোসেন (২৫), ইমাম হোসেন ইব্রাহীম (২৫), মোঃ বেলাল (৩৩), মোঃ রুবেল (২৭) ও মোঃ আলমগীর হোসেন (৩৬) সহ ৩০ জনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, উপরোক্ত আসামীদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা সহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।