গত ২৪ ঘন্টায় সিএমপি’র বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী,সহযোগী মোট ১৯ আসামী গ্রেফতার করা হয়।
বিভিন্ন থানা পুলিশের বিশেষ অভিযানে কোতোয়ালী থানার আসামী তরিকুল ইসলাম (২৯), সেকান্তর হোসেন মিয়া (৫৩) খুলশী থানার আসামী মোঃ আবু ফয়সাল (৩৩), বাকলিয়া থানার আসামী মধুসদন দত্ত (৪৫), চান্দগাঁও থানার আসামী মোঃ শওকত হোসেন বাবুল (৩৫), মফিজুর রহমান চৌধুরী (২৯), চকবাজার থানার আসামী নূর হোসেন (৪৮), বায়েজিদ বোস্তামী থানার আসামী মোঃ ইমন (৩৪), পাঁচলাইশ থানার আসামী মোঃ আবু হানিফ (২৫), মোঃ শুক্কুর আলী বাবু (২৩), ইপিজেড থানার আসামী মোঃ পান্না শেখ (১৯), মোঃ আনিসুর রহমান (১৯), মোঃ আলাউদ্দিন (৩২), বন্দর থানার আসামী মোঃ মুরাদ (৩৫), আকবরশাহ থানার আসামী রবিন দাশ (২৭), পতেঙ্গা মডেল থানার আসামী মোহাম্মদ রাহাদ (২০), কর্ণফুলী থানার আসামী শওকত হোসেন বাবু (৩৮), ইশরাত আশরাফি অপি (২৫) ও হালিশহর থানার আসামী ফয়সাল আহমেদ প্র: মানিক (৪২) সহ সর্বমোট ১৯ জনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, উপরোক্ত আসামীদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা সহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।
পাঠক সংখ্যাঃ ৫১
0Shares