চট্টগ্রামে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ: আটক বেশ কয়েকজন

চট্টগ্রামে আজ ২৯ জুলাই কোটা সংষ্কারকারীদের কেন্দ্রঘোষিত কর্মসূচি অনুযায়ী নয় দফা দাবিতে মহানগরীর চেরাগী পাহাড় মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছেন আন্দোলনকারীরা। পুলিশ আন্দোলনকারীদের সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।
আনুমানিক বিকাল সাড়ে তিনটার দিকে সেখানে বিভিন্ন স্লোগান দিয়ে আনুমানিক ৩০ থেকে ৪০ জন অবস্থান নেন । পুলিশ দুজনকে আটক করে প্রিজন ভ্যানে তুলতে চাইলে বিক্ষোভকারীরা বাধা দেন। তবে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের নিয়ে যায়।
পরে ক্ছিু অংশ মোমিন রোডে কদমমোবারক মসজিদের সামন এবং আন্দরকিল্লা মোড়ে স্লোগান দিয়ে অবস্থান নেন। সেখানে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে ছত্রভঙ্গ করে দিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করে।

0Shares

নিউজ খুজুন