চট্টগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে “দুর্নীতির বিরুদ্ধে এক সাথে: সবার অধিকার, সবার দায়িত্ব ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করছে সনাক-টিআইবি চট্টগ্রাম মহানগর, দুদক, জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসন চট্টগ্রাম। এই দিবসকে সামনে রেখে সনাক দুদক ও টিআইবি‘র উদ্যেগে কবুতর ও বেলুন উড়িয়ে দিনের কর্মসূচীর উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো: কামরুল হাসান, এনডিসি। দিনের বিশেষ, বিশেষ কর্মসূচীর মধ্যে ছিল; দুর্নীতিবিরোধী র‌্যালী ও মানববন্ধন, দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন ও ইয়েস দলের উদ্যেগে দুর্নীতিবিরোধী লিপলেট ক্যাম্পেইন। এছাড়া চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো: কামরুল হাসান, এনডিসি । মুখ্য আলোচক হিসাবে প্রতিপাদ্যের উপর ভিত্তি করে প্রবন্ধ উপস্থাপন করেন সনাক-টিআইবি, চট্টগ্রাম মহানগর সভাপতি ড. আনোয়ারা আলম, । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত ডিআইজিমো: ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ.স.ম জামসেদ খোন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহাঙ্গীর হোসেন । সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো: মাহমুদ হাসান।
এছাড়া সরকারের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, দুদক, সনাক-টিআইবি ও দুপ্রক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশগ্রহণকারি বিভিন্ন বয়সী, বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন ‘দুর্নীতি থামান এখনই’ সম্বলিত প্লেকার্ডসহ দুর্নীতিবিরোধী বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করে দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেন। এসময় দুর্নীতিবিরোধী বিভিন্ন স্লোগানে মানববন্ধনকে প্রাণবন্ত করে তোলেন উপস্থিত অংশগ্রহণকারিরা। মানববন্ধন পরবর্তী দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর কর্মসূচীতে অংশগ্রহণ করেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মকর্তা ও ছাত্র ছাত্রী বৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার চট্টগ্রাম সরকারের দুর্নীতির বিরোদ্ধে জিরো টলারেন্স নীতির কথা সবাইকে মনে করিয়ে দেন এবং দুর্নীতির বিরোদ্ধে সবাইকে এক হয়ে দুর্নীতি প্রতিরোধে সামিল হওয়ার আহ্বান জানান। আজকের মূখ্য আলোচকের বক্তব্যের ম্যাসেজ গুলো প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়ার অনুরোধ জানান। একই সাথে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সবাইকে সোনার মানুষ হওয়ার জন্য আহ্বান জানান। এছাড়া সরকারী বিভিন্ন দপ্তরের দুর্নীতি সংক্রান্ত তথ্য জানানোর জন্য দুদকের টোল ফ্রি নং ১০৬ এর কথা সবাইকে প্রচার করার জন্য অনুরোধ জানান।

0Shares

নিউজ খুজুন