নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন ২৭ তম বিসিএস এর কর্মকর্তা সাইফুল ইসলাম । তিনি ফেনী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আজ ১৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সাইফুল ইসলামকে ফেনী থেকে বদলি করে চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হলো।
একই স্মারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর প্রজ্ঞাপনমূলে মোহাম্মদ আব্দুল আউয়াল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নওগাঁ-কে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম হিসেবে বদলির আদেশে প্রযোজ্য অংশটুকু বাতিল করা হয়।
পাঠক সংখ্যাঃ ৬৮
0Shares