জাতীরজনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন নেছামুজিব ৯২তম জম্মবার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম ওয়াসায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ, কে, এম. ফজলুল্লাহ। আলোচনা সভায় বক্তারা বঙ্গমাতার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
জনসংযোগ কর্মকর্তা কাজী নুরজাহান শীলার সঞ্চালনায় উক্ত সভায় চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন/অর্থ), সচিব, বানিজ্যিক ব্যবস্থাপক, প্রধান প্রকৌশলী এবং সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
পাঠক সংখ্যাঃ ৫০
0Shares