সিএমপির উপ-কমিশনার (জনসংযোগ) রইছ উদ্দিন আজ ২৫ জানুয়ারি প্রেস ব্রিফিংকালে বলেন,গত দুই দিন ধরে দেশ এবং রাষ্ট্র বিরোধী কিছু দুর্বৃত্ত চক্র বিভিন্ন ধরনের মিথ্যা প্রচারনার মাধ্যমে শিল্পখাতকে অস্থিতিশীল করার পায়তারা করছে। এরই ধারাবাহিকতায় দুর্বৃত্ত চক্র চট্টগ্রাম ইপিজেডস্থ শেলটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নির্মাণাধীন বিল্ডিং এর গেইটের ভিতরে ৩ জন শিশু প্রবেশ করলে ওই শিশুগুলোকে মেরে ফেলা হয়েছে বলে গুজব ছড়িয়ে দেয়। গ
সংবাদ সম্মেলনে পুলিশের এই কর্মকর্তা বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের স্পষ্ট বার্তা হচ্ছে কোন রকম মিথ্যা প্রচারণা ও গুজবে কান দেবেন না, রাষ্ট্রের ক্ষতি করবেন না, রাষ্ট্রের ক্ষতি মানে আমাদের সকলের ক্ষতি। ইপিজেড আমাদের সকলের সম্পদ। সুতরাং গুজবে কান দিয়ে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন না। দেশ এবং রাষ্ট্র বিরোধী কিছু দুর্বৃত্ত চক্র যারা বিভিন্ন ধরনের মিথ্যা প্রচারনার মাধ্যমে শিল্পখাতকে অস্থিতিশীল করার পায়তারা করছে, আসুন আমরা সকলে মিলে তাদেরকে প্রতিহত করি। আমরা সকলে সুখে শান্তিতে বসবাস করি এবং রাষ্ট্র পুনর্গঠনে ব্রতী হই।
উল্লেখ্য যে, যে তিন জন শিশুকে মেরে ফেলা হয়েছে বলে গুজব ছড়ানো হয়েছিল সেই তিনজন শিশুকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। বর্তমানে তারা পুলিশের তত্ত্বাবধানে নিজ নিজ অভিভাবকের জিম্মায় আছে।