গর্ভবতী মা ও শিশুদের সুরক্ষা দিতে কাজ করছেন প্রধানমন্ত্রী : মেয়র জাহেদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন এ কে জাহেদ চৌধুরী বলেছেন মানবতার মা জননেত্রী শেখ হাসিনা গর্ভবতী মা ও শিশুদের সুরক্ষা দিতে চালু করেছেন মা ও শিশু সহায়তা। আমাদের দেশে গর্ভকালীন সময়ে মা ও শিশুরা অপুষ্টিতে ভোগেন। যে কারণে অনেক সময় বিকলাঙ্গ শিশুর জন্ম হয় এবং প্রসবকালীন সময়ে অনেক মা মৃত্য তোমাকে পতিত হয়। সেটা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মা ও শিশুকে সুরক্ষা প্রদানের জন্য মা ও শিশু সহায়তা চালু করেছেন। এই ভাতা চালু করার কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ মা ও শিশু অনাকাঙ্ক্ষিত বিপর্যয় থেকে রক্ষা পাচ্ছেন।
মেয়র এ কে জাহেদ চৌধুরী পৌরসভা কার্যালয় নাজিরহাট পৌরসভায় গর্ভবতী মাদের মধ্যে ভাতা বিতরণ অনুষ্ঠানে কথাগুলো বলেন। উল্লেখ্য প্রতিমাসে ২৭ জন করে গর্ভবতী মা দের এই ভাতা প্রদান করা হচ্ছে।
ভাতা প্রদান কালে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মোহাম্মদ আলী, প্যানেল মেয়র ২ জয়নাল আবেদিন, কাউন্সিলর মোহাম্মদ সোলায়মান, কাউন্সিলর ওসমান, কাউন্সিলর মোঃ শাহজাহান, কাউন্সিলর মোস্তফা কামাল, আওয়ামী লীগ নেতা শফিউল আজম, মোজাফফর কামাল চৌধুরী, হাসমত উল্লাহ, মাসুদ পারভেজ চৌধুরী প্রমূখ।

0Shares

নিউজ খুজুন