গন্ডামারা উন্নয়ন পরিষদের স্মরণ সভা অনুষ্ঠিত

গত ১৯ ফেব্রুয়ারী বাঁশখালী উপজেলা গন্ডামারা-বড়ঘোনা উচ্চ বিদ্যালয় মাঠে গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ চট্টগ্রামের আয়োজনে ইউনিয়নে সম্প্রতি মৃত্যুবরণকারী শিক্ষাবিদ মাস্টার আব্দুল খালেক চৌধুরী, মুফতি আব্দুস সামাদ সিকদার, মাওলানা ফরিদুল আলম, সমাজসেবক মোক্তার আহমদ মেম্বার, সমাজ সেবক স্বর্গীয় পুলিন বিহারী সুশীল ও শিক্ষক মাস্টার কে.এম ইলিয়াছের স্মরণসভা ও ‘স্মৃতি ও শ্রুতি’বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল (উপ-সচিব)। সংগঠনের সভাপতি লেখক ও কলামিস্ট নুরুল মুহাম্মদ কাদেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক সিকদার ও আইন সম্পাদক অ্যাডভোকেট দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদ উদ্দিন ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর ফারুক, কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের অধ্যাপক হাসনা হেনা চৌধুরী। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো অব বাংলাদেশ ইন্সপেক্টও ফিরোজ উদ্দিন চৌধুরী, বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আজিজুল ইসলাম, গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র দেব, বঙ্গবন্ধু পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক, গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সংগঠনের উপদেষ্টা হাসান মুরাদ চৌধুরী, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোসাইন সিকদার, ইলিয়াছ চৌধূরী, চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় কলেজের জি.এস জাহেদুল হক চৌধুরী মার্শাল, সংগঠনের সহ-সভাপতি এনামুল হক সিকদার মানিক, দক্ষিণ চট্টগ্রাম ছাত্রলীগের সহ সভাপতি নাঈম উদ্দিন মাহাফুজ, মাওলানা নুরুল্লাহ সিকদার, অসিত বিহারী সুশীল ও মোহাম্মদ শাফায়েত হোসেন প্রমুখ।স্মরণসভায় মরহুমদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কাশেম।
সংগঠনের সভাপতি নুরুল মুহাম্মদ কাদের সমাপনী বক্তব্যে বলেন, বর্তমানে মানুষটা কার পিছনে ছুটছে, অর্থ-সম্পত্তি থাকলেই গুনী ব্যক্তি হওয়া যায় না। জীবদর্শায় ভালো কাজ করলেই মৃত্যুর পরেও মানুষ আজীবন তাঁদেরকে স্মরণ করে। এ বিষয়টি নতুন প্রজন্মকে মেসেজ প্রদান করছেন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ।

0Shares

নিউজ খুজুন