গত ২৪ ঘন্টায় আরো ২৫ আওয়ামী লীগ নেতাকর্মী আটক

গত ২৪ ঘন্টায় সিএমপি’র বিভিন্ন থানা পুলিশের বিশেষ অভিযানে কোতোয়ালী থানার আসামী  মোঃ মোক্তার আলম (৩৬), বাকলিয়া থানার আসামী মোঃ কামাল হোসেন (৪৪), মোঃ কোরবান প্রঃ কোরবান আলী (২৪), সদরঘাট থানার আসামী চন্ডীপুর ইউপি যুবলীগের সাবেক যুগ্ম আহব্বায়ক  হুমায়ুন কবির (৫৭), চকবাজার থানার আসামী মোঃ সাজন মিয়া (৩৭), খুলশী থানার আসামী  ইফরান উদ্দিন চৌধুরী (৩১), মোঃ আরকান উদ্দিন (২০), বায়েজিদ বোস্তামী থানার আসামী এস এম আলমগীর রানা (৫২), মোঃ রাসেল (২৫), মোঃ ইসতিয়াক হাসান ইমন (২৭), চান্দগাঁও থানার আসামী  নাজের উদ্দিন প্রকাশ নুরু (৫৬), ডবলমুরিং মডেল থানার আসামী  মোঃ শাহাব উদ্দিন (২৬),  মোঃ হাসান (২৪), মোঃ তানভীর (২০), মোঃ আলামিন (২১), বন্দর থানার আসামী মোঃ শফি আলম প্রকাশ বাদশা (৪৭), হালিশহর থানার আসামী মোহাম্মদ আলী (৪০), পাঁচলাইশ মডেল থানার আসামী মোঃ জুলহাস (১৯), মোঃ শাহীন আলম (১৯), পাহাড়তলী থানার আসামী  মোঃ সোহেল (৩৫), আকবরশাহ থানার আসামী মোঃ হাসান (২৫),  মোঃ সুমন (২৪), ইপিজেড থানার আসামী ৩৯ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সংগঠক  নিজামুল হক নিজাম (৩৫), পতেঙ্গা মডেল থানার আসামী সাজ্জাদ আলম বাপ্পি (৩৩) ও কর্ণফুলি থানার আসামী কর্ণফুলী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক (৪০) সহ সর্বমোট মোট ২৫ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য যে, উপরোক্ত আসামীদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা সহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

0Shares

নিউজ খুজুন