জাতীয় শিশু কিশোর সংগঠন ‘খেলাঘর’ চট্টগ্রাম মহানগরের সম্মেলনোত্তর পূনর্মিলনী গত ২৩ জুলাই নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খেলাঘরের দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সম্মেলন পূর্ণমিলনী অনুষ্ঠানের প্রথম পর্ব ছিল আলোচনা সভা ও স্মৃতিচারণ। পরে শিশু-কিশোর ও ভাই-বোনদের পরিবেশনা অনুষ্ঠিত হয় সাংষ্কৃতিক অনুষ্ঠান।
খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মুনির হেলাল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন, সাবেক প্রেসিডিয়াম সদস্য আশীষ ধর, খেলাঘর চট্টগ্রাম মহানগরের উপদেষ্টা প্রফেসর ড. গণেশ রায়, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রোজী সেন, খেলাঘর মহানগরের সহ-সভাপতি এডভোকেট আনোয়ার হোসেন আজাদ, সুচরিত চৌধুরী টিংকু, তরুণ চক্রবর্ত্তী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি