খিড়কির ইফতার মাহফিল অনুষ্ঠিত

গত ৯ এপ্রিল নগরীর সদরঘাটরোডস্থ ফোর স্টার ক্লাবে সামাজিক, সাংস্কৃতিক সংগঠন খিড়কি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি এফ এ নয়ন চৌধুরী এবং রাজীব দে’র সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক এস এম মোস্তফা সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর আলহাজ্ব আব্দুস সালাম মাসুম, কাউন্সিলর আন্জুমান আরা, আওয়ামীলীগ নেতা শেখ নওশেদ সারোয়ার পিল্টু। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নুরুল ইসলাম নুরু, দোস্ত মোহাম্মদ, মাসুদ খান খোকন, সরাফত দৌলা চৌধুরী, দেবাশীষ চৌধুরী, শাহাদাত হোসেন রাজু, উত্তম কুমার, এস ইউ রোকন, হারুনুর রশিদ, সামসুল আলম রানা, কায়ছারুল আলম বাবলু, শাহাদাত পরদেশী রুবেল, ফেরদৌস অপু, মফজল আহমদ মির্জা, রায়হান সুলতানা নিহা, মোস্তফা সাগর, বাহার মজুমদার, সহ মিঠু খান, বাবুল, এম এ জব্বার এতে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ।

0Shares

নিউজ খুজুন