খালেদা জিয়া এত অত্যন্ত অসুস্থ : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। এত অসুস্থ যে আমি বর্ণনা করতে পারব না। তার চিকিৎসকরা সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার আশু প্রয়োজন বিদেশে উন্নত সেন্টারে নিয়ে উন্নত চিকিৎসা। ৪০১ ধারায় পরিষ্কার বলা আছে, শুধু সরকারই পারে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে। এখানে আইন কোনো বাধা নয়। বাধা হচ্ছে সরকার যারা জনগণের দ্বারা নির্বাচিত নয়। যারা জনগণকে প্রতারণা, ভুল বুঝিয়ে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আইনজীবীদের এক সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে এই সমাবেশ হয়। এতে শনিবারের মধ্যে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে ‘সর্বাত্মক আন্দোলনে’ যাওয়ার ঘোষণা দেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, এই সরকারকে তিন দিন সময় দিলাম। এর মধ্যে যদি বিদেশে পাঠানো না হয় রোববার আইনজীবীরা বাংলাদেশব্যাপী অনশন ধর্মঘট করবেন। এরপরও যদি সরকার সোজা না হয় জানি না কী হবে। এমন সময় আসবে আন্দোলনে আন্দোলনে রাজপথে আগুন জ্বলবে, দাউ দাউ করে আগুন জ্বলবে। সেই দিনটা বেশি দূরে নয়। ঢাকা বারসহ দেশের বারগুলো থেকে সহস্রাধিক আইনজীবী এ সমাবেশে অংশ নেন।

0Shares

নিউজ খুজুন