চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আলহাজ¦ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ¦ এম. মনজুর আলম প্রতিষ্ঠিত এইচ.এম. স্টীল মিলে ২৯ জানুয়ারি বাদ জোহর খাজা এ খাজেগান আতায়ে রাসূল, সুলতানুল হিন্দ, গরীবে নেওয়াজ খাজা মঈনুদ্দীন চিশতী আজমিরী (র.) পবিত্র ওরশ মোবারক, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ ধর্মীয় অনুষ্ঠানে সভাপতি করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম। অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন আওলাদে রাসূল (সা.) শাহজাদা গাউছুল আজম মাইজভান্ডারী (ক.) হযরত আলহাজ¦ শাহ সুফি মাওলানা সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানী আল মাইজাভা-ারী (ম.জি.আ.)। বিশেষ মেহমান ছিলেন বাগদাদ শরীফ ইরাক থেকে আগত আওলাদে রাসূল (সা.) আওলাদে গাউছুল আজম হযরত আল্লামা আবদুল কাদের আফিফ আবদুল কাদের আল জিলানী ও আওলাদে রাসূল (সা.) আওলাদে গাউছুল আজম হযরত আল্লামা আবদুর রহমান আফিফ আবদুল কাদের আল জিলানী, আলহাজ¦ আবদুল হাকিম মাইজভান্ডারীর আওলাদ আলহাজ¦ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালনা কমিটির পরিচালকবৃন্দের মধ্যে আলহাজ¦ মোহাম্মদ নিজামুল আলম, আলহাজ¦ মোহাম্মদ সরওয়ার আলম, আলহাজ¦ জাহিদুল হক শিবলু, আলহাজ¦ মোহাম্মদ ফারুক আজম, আলহাজ¦ মো: সাইফুল আলম, আলহাজ¦ মোহাম্মদ সাহিদুল আলম, এইচ এম স্টীলের নির্বাহী পরিচালক মোহাম্মদ শামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী এয়াকুব নবী, বাদশা আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন হযরত আলহাজ¦ শাহসুফি মাওলানা ছৈয়দ সাইফুদ্দিন আহমেদ (ম.জি.আ.)। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাবেক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলম বলেন, আল্লাহ’র রাসূল, অলি আউলিয়া সহ আল্লাহর বান্দাদের খেদমত ও সেবা করার জন্যই আমাদের সকল প্রয়াস। আমাদের প্রতিষ্ঠানের মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সেবাই আল্লাহর ওয়াস্তে। তিনি বলেন, আলহাজ¦ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট এ যাবত ৯২টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা করে যাচ্ছে। আমাদের সর্বশেষ সেবার নিদর্শন অক্সিজেন চত্বরে গাউসুল আজম মাইজভা-ারী চত্বর এবং কর্ণফুলী থানাধীন জুলধায় আলহাজ¦ সফিনা ইসলাম জামে মসজিদ। তিনি তাদের সেবাধর্মী সকল কর্মকা-ে ধর্ম-বর্ণ গোত্র, দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।