খাগড়াছড়ির প্রত্যন্ত গ্রামে গর্ভবতী মা ও কিশোরীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ 

খাগড়াছড়ি থেকে তমাল দাশ লিটন : পার্বত্য জেলা খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়ার প্রত্যন্ত পাহাড়ি পল্লীতে চিকিৎসা সেবায় এগিয়ে এসেছে ‘গ্রীনহিল’ নামক একটি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান। জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর সহযোগিতায় এই কর্মসূচিতে অর্থায়ন করছে ইউকে এইড।
বিশেষত সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের চিকিৎসায় সুরেন্দ্র মাস্টার পাড়া জুনিয়র হাইস্কুল মাঠে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন  সিভিল সার্জন ডা. মো: ছাবের। এসময় ইউএনএফপিএ এর মেডিকেল অফিসার ডা. শ্রাবস্তি চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. সনজিত ত্রিপুরা, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মেমং মারমা ও ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুজন চাকমা উপস্থিত ছিলেন।
গ্রিনহিলের জেলা সমন্বয়কারী রূপান্ত চাকমা জানান, বন্যা ক্ষতিগ্রস্ত প্রায় দুইশো নারী পুরুষকে
চিকিৎসা সহায়তার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এখানে মুলতঃ গর্ভবতী মা ও কিশোরীরা বিশেষ চিকিৎসা পেয়েছেন।
0Shares

নিউজ খুজুন