খাগড়াছড়ি থেকে তমাল দাশ লিটন : খাগড়াছড়ির দীঘিনালা বোয়ালখালী বাজরে আবারও আগুন লেগেছে। এবার পুড়েছে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান। বুধবার গভীর রাত দেড় টায় তৃপ্তি রেষ্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ক্ষতিগ্রস্থের মধ্যে রয়েছে রেষ্টুরেন্ট, কাপড়, হার্ডঅয়ার ও মুদি দোকান।
দীঘিনালা, খাগড়াছড়ি এবং লংগদু থেকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এছাড়া সেনাবাহিনীও আগুন নিয়ন্ত্রনে বিশেষ ভূমিকা রাখে।
দীঘিনালা, খাগড়াছড়ি এবং লংগদু থেকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এছাড়া সেনাবাহিনীও আগুন নিয়ন্ত্রনে বিশেষ ভূমিকা রাখে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পচিালক মোহাম্মদ জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমান কোটি টাকা ছাড়াবে।
উল্লেখ্য, চলতি বছরের ৭ মার্চ আগুনে বোয়ালখালী বাজারের বহু দোকানপাট পুড়ে যায়। ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর পাহাড়ি-বাঙ্গালী দাঙ্গায় আরো একবার পুড়েছিল এই বাজারটি।
উল্লেখ্য, চলতি বছরের ৭ মার্চ আগুনে বোয়ালখালী বাজারের বহু দোকানপাট পুড়ে যায়। ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর পাহাড়ি-বাঙ্গালী দাঙ্গায় আরো একবার পুড়েছিল এই বাজারটি।
এদিকে বুধবার বিকেলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে ত্রান সহায়তা প্রদান করেন সাবেক এমপি, সাবেক পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া।
পাঠক সংখ্যাঃ ৫০
0Shares