খাগড়াছড়ি জেলা বাগীশিক এর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খাগড়াছড়ি থেকে তমাল দাশ লিটন : বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) খাগড়াছড়ি জেলা শাখার
ত্রিবার্ষিক সম্মেলন শুক্রবার সকালে সনাতন সমাজ কল্যান পরিষদের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ি  জেলা শাখার আহবায়ক প্রভাত তালুকদার,এর সভাপতিত্বে সম্মেলনের শুভ উদ্বোধক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্টাতা দীলিপ কুমার আচার্য্য।  বাগীশিক খাগড়াছড়ি জেলা কমিটির সাধারন সম্পাদক সুমন আচার্যের  সঞ্চালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন,
বাগীশিক কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ডাঃঅঞ্জন কুমার দাশ, বিশেষ অতিথি ছিলেন ,হিন্দু কল্যান ট্রাস্টের সহকারী পরিচালক  সুপ্রিয় বিশ্বাস,সনাতন সমাজ কল্যান  পরিষদ কেন্দ্রীয় কমিটির  আহবায়ক প্রকৌশলী নির্মল দাশ, মুক্তিযোদ্ধা সমর কৃষ্ণ  চক্রবর্তী পুজো উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অশোক মজুমদার।
এছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন কৃষিবিদ যুগল পদ দে,উত্তর জেলা নেতা প্রিয়শীষ চক্রবর্তী অর্পণ
সদর উপজেলা সাধারণ সম্পাদক  বিপ্লব তালুকদার, মানিকছড়ির ভুবন দে,দীঘিনালার তাপস দাশ।
সম্মেলনে সভাপতি প্রভাত তালুকদার, সাধারন সম্পাদক সুমন আচার্য, অর্থ সম্পাদক পদে স্বপন খাস্তগীর সর্বসম্মতিক্রমে  মনোনীত হয়।
0Shares

নিউজ খুজুন