খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনে নেতা কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে । যে কোন মর্হুতে ঘটতে পারে দু গ্রুপের মধ্যে সহিংস ঘটনা ।পারিবারিক দন্ধ কে কাজে লাগিয়ে বিএনপির খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি সাবেক এমপি ওয়াদুদ ভূইঁয়া গঠনতান্তিক ও অ গনতান্তিক ভাবে একটি পকেট কমিটি গঠন করেছে বলে রামগড় উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দরা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করেছে । তারা এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছে ।সম্প্রতি বিএনপির বিভিন্ন উপজেলা কমিটি গঠনে ক্ষমতার অপব্যবহার করে পকেট কমিটি গঠন করেছেন এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভুইয়া। শনিবার দুপুরে রামগড়স্থ নিজ বাস ভবনে উপজেলা ও পৌর বিএনপি উদ্েযাগে আয়োজিত সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম ভুইয়া এ অভিযোগ করেন।এদিকে রামগড় উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠন করাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এই ক্ষোভ বিএনপির নেতাকর্মীদের বিভাজন সৃষ্টি হতে পারে বলে মনে করছেন সাধারণ কর্মীরা।সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম ভুইয়া আরো অভিযোগ করেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বিএনপির মনোনীত প্রাথী হিসেবে নির্বাচন করেছি, তাই ওয়াদুদ ভূইয়া আমাকে তার প্রতিদ্বন্দ্বি ভেবে ক্ষমতার অপব্যাবহার করে অগঠনতান্ত্রিক কর্মকান্ডের মাধ্যমে আমাকে বাদ দিয়ে রামগড় উপজেলা বিএনপির পকেট কমিটি গঠন করেছেন। অবিলম্বে তিনি এই কমিটি বাতিলের দাবী জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হোসেন চৌধুরী, সহ-সভাপতি মুজিবুল হক, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক আবুল কাশেম, রামগড় পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোতাহের হোসেন।