ক্ষমতার লোভ ওয়াজেদ মিয়াকে কখনও স্পর্শ করেনি

নিজস্ব প্র্রতিবেদক : স্বেচ্ছাসেবী সংগঠন ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা ও বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেন, ড. ওয়াজেদ মিয়া ছিলেন দেশের একজন কৃতিসন্তান। শৈশব থেকে তিনি ছিলেন অসাধারণ মেধার অধিকারী। তিনি নিজে যেমন আলোকিত মানুষ ছিলেন তেমনি দেশকে আলোকিত করেছেন। তিনি সকল প্রকার লোভ লালসার উর্ধ্বে থেকে অত্যন্ত সুনাম এবং দক্ষতার সঙ্গে তাঁর পেশাগত দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী হওয়া সত্ত্বেও ক্ষমতার লোভ তাঁকে কখনও স্পর্শ করেনি। বক্তারা বলেন, মৃত্যুবার্ষিকী পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে, মৃত ব্যক্তির জীবনী থেকে যাতে আগামী প্রজন্মরা শিক্ষা নিতে পারে। ড. এম ওয়াজেদ মিয়া ছিলেন তেমনি একজন লোক যার জীবনী থেকে আগামী প্রজন্মের অনেক কিছু শেখার আছে।
মো. জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় গত ৮ মে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র হাসিনা জাফর। বিশেষ অতিথি ছিলেন মো. মাইনুল ইসলাম, অধিকার বঞ্চিত শিশু পরিচালক ও সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, ফাতেমা ডলি, মো. হাছান মুরাদ।
এ সময় বক্তারা আরো বলেন, ড. এম ওয়াজেদ মিয়ার জীবনদর্শন থেকে আগামী প্রজন্মের অনেক কিছু শিখার আছে। কারণ তিনি মেধা ও মননে যেমন অনন্য ব্যক্তিত্ব ছিলেন, তেমনি ত্যাগেও অনন্য ও অসাধারণ ছিলেন।

0Shares

নিউজ খুজুন