লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : কোটা সংষ্কার আন্দোলন চলাকালে ঢাকার চানকারপুল এলাকায় গত ৫ আগস্ট ইশমামুল হক পুলিশের গুলিতে গুরুতর আহত হয়। তার সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি ঘটায় ইশমাম’কে কর্তব্যরত চিকিৎসক আইসিউতে ভর্তি করান।
চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি ঘটলে ৭ আগস্ট বিকেল আনুমাণিক ৪ টায় সে মারা যায় (ইন্নালিল্লা… রাজেউন)। ৮ আগস্ট সকাল আনুমাণিক ১০ টায় উপজেলা সদর লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে আমিরাবাদের দর্জি পাড়ায় বাংলাদেশ সেনা বাহিনীর তত্ত¡াবধানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহত ইশমামুল হক (১৭) চট্টগ্রাম জেলাধীন লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নস্থ দর্জি পাড়ার মৃত নুরুল হকের পুত্র। সে দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। হয়তো পারিবারিক দুঃখ-দৈন্যতার কারণে সে চাকুরীর সন্ধানে ঢাকায় গিয়েছিল।