কোটাবিরোধী আন্দোলনে নাশকতাকারীদের হামলায় আহতদের পাশে মেয়র রেজাউল

কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে নাশকতাকারীদের হামলায় আহতদের চিকিৎসার খোঁজ নেয়ার পাশাপাশি দু’জনকে আর্থিক সহায়তা দিয়েছেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
রোববার দুপুরে পূর্ব ষোলশহর ক-ইউনিট ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গতকাল চকবাজারের মেহেদী ও বাদুরতলার সুদীপ্তের চিকিৎসার খোঁজ খবর নেন মেয়র।
কোটাবিরোধী আন্দোলনের নামে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিএনপি-জামায়তের সন্ত্রাসী গোষ্ঠী অনুপ্রবেশ করে হামলা চালিয়ে সরকারি সম্পদ ধ্বংস করেছে এবং একই সাথে জনসাধারণের উপর হামলা করে হতাহতের ঘটনা ঘটায় বলে মন্তব্য করেন মেয়র। হামলায় আহতদের সমবেদনা ও চিকিৎসার খোঁজ নেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং দু’জনকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন।
এ সময় মেয়রের সাথে ওয়ার্ড কাউন্সিলর এম আশরাফুল আমিন ও নুর মোস্তফা টিনু উপস্থিত ছিলেন।

0Shares

নিউজ খুজুন