কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে নাশকতাকারীদের হামলায় আহতদের চিকিৎসার খোঁজ নেয়ার পাশাপাশি দু’জনকে আর্থিক সহায়তা দিয়েছেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
রোববার দুপুরে পূর্ব ষোলশহর ক-ইউনিট ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গতকাল চকবাজারের মেহেদী ও বাদুরতলার সুদীপ্তের চিকিৎসার খোঁজ খবর নেন মেয়র।
কোটাবিরোধী আন্দোলনের নামে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিএনপি-জামায়তের সন্ত্রাসী গোষ্ঠী অনুপ্রবেশ করে হামলা চালিয়ে সরকারি সম্পদ ধ্বংস করেছে এবং একই সাথে জনসাধারণের উপর হামলা করে হতাহতের ঘটনা ঘটায় বলে মন্তব্য করেন মেয়র। হামলায় আহতদের সমবেদনা ও চিকিৎসার খোঁজ নেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং দু’জনকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন।
এ সময় মেয়রের সাথে ওয়ার্ড কাউন্সিলর এম আশরাফুল আমিন ও নুর মোস্তফা টিনু উপস্থিত ছিলেন।