কোঃ বাঃ চাঃ বীথিকা ক্লাবের উদ্যোগে বাসন্তী পূজা

নিজস্ব প্রতিবেদক : কোঃ বাঃ চাঃ বীথিকা ক্লাব উদ্যোগে সার্বজনীন বাসন্তী পূজার আয়োজন করা হয়েছে। ২৭ মার্চ থেকে ৩১ মার্চ ষষ্ঠী থেকে শুরু হয়ে মহাদশমীর মধ্যে দিয়ে সম্পন্ন হবে।
পটিয়া কালারপোল উত্তর চাপড়ার শ্রী শ্রী বাসন্তী মায়ের মন্দির ও লোকনাথ মন্দির প্রাঙ্গনে কোঃ বাঃ চাঃ বীথিকা ক্লাব এর এসো মিলি মায়ের আগমনে এই স্লোগ্নানে ৫০ বছরে সুবর্ণ জয়ন্তী উদযাপনে বর্ণাঢ্য কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
২৭ মার্চ ষষ্ঠীতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, ২৮ মার্চ সপ্তমীতে পূজা ও সন্ধ্যা আরতি, ২৯ মার্চ অষ্টমীতে সন্ধ্যা আরতি ও রাতে মহা প্রসাদ বিতরণ, ৩০ মার্চ নবমীতে ধনুচি নৃত্য ও রাতে মহা প্রসাদ বিতরণ ও ৩১ মার্চ দশমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আকর্ষণীয় র‌্যাফে ড্র সহ বিভিন্ন অনুষ্ঠান সূূচি রয়েছে।

0Shares

নিউজ খুজুন