জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও শিল্পসহ জনমুখী খাতে বিশ্বব্যাংকের সহযোগিতা কামনা করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
আজ সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে তাঁর অফিস কক্ষে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর Abdulaye Seck এর নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা চান। এসময় বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন সেক্টরে বিশ্বব্যাংকের বাজেট সহায়তার বিষয়েও আলোচনা হয়।
উপদেষ্টা বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন উপদেষ্টা। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ টিম ওয়ার্কের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন সেক্টরের সংস্কার ও পুনর্গঠনে কাজ করে যাচ্ছে।
বিশ্বব্যাংকের প্রতিনিধিরা এনার্জি সেক্টর, ডেটা সেক্টর, আইটি সিস্টেম, সোশ্যাল ডেভেলপমেন্ট এবং স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নে বাজেট সহযোগিতার আশ্বাস দেন। আলোচনায় পূর্বে যেসব প্রকল্পের কার্যক্রম গতিহীন এবং বাস্তবায়ন করা হয়নি সেসকল প্রকল্পে বরাদ্দকৃত বাজেট নতুন জনবান্ধব প্রকল্পে স্থানান্তরের বিষয়ে শিক্ষা উপদেষ্টা ও বিশ্বব্যাংকের প্রতিনিধিদল একমত পোষণ করেন।