নিজস্ব প্রতিবেদক : বহুল প্রত্যাশিত আসন্ন ১৫ অক্টোবর চট্টগ্রাম কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (চাকসু) নির্বাচনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে স্বতন্ত্র ভাবে সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়ছেন ম্যানেজমেন্ট এমবিতে অধ্যায়নরত কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকার সন্তান মোঃ শাহাদাৎ হোসেন অনিক।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে স্বতন্ত্র ভাবে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মোঃ শাহাদাৎ হোসেন অনিক মূল্যবান ভোটে নির্বাচিত হওয়ার মাধ্যমে শাহজালাল হলে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে স্থায়ী মিল সিস্টেম চালু করা, যেখানে আবাসিক ও অ্যাটাচড— সবল শিক্ষার্থী সমান সুযোগ পাবে। প্রয়োজনে শিক্ষার্থীদের প্রতিনিধির মাধ্যমে মাসিক বেতনব্যবস্থাও নিশ্চিত করা ।প্রতিদিনের খাবারের মান নিয়ন্ত্রণও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ। বিশেষ অনুষ্ঠান বা উৎসবে আবাসিক ও অ্যাটাচড সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা, পাশাপাশি খাবারের দামের বৈষম্য দূর করা। হলে থাকা সিসি ক্যামেরা পর্যাপ্ত নয় প্রয়োজনীয় নতুন ক্যামেরা স্থাপনকরে নিরাপত্তা বলয় তৈরি করা। অপরিচিতদের প্রবেশ নিয়ন্ত্রণ ও সবসময় দৃঢ় নিরাপত্তা নিশ্চিত করা হবে। রুম, বাথরুম, করিডোর সহ মৌলিক অবকাঠামো সংস্কারের জন্য প্রশাসনকে চাপ প্রয়োগ এবং পর্যাপ্ত সুপেয় পানি নিশ্চিত করা। শাহজালালহলে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সমন্বয় বৃদ্ধি করতে বার্ষিক শিক্ষা সফরকে প্রধান উদ্যোগ হিসেবে নেওয়া হবে।
এছাড়াও বার্ষিক খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করা হবে, যাতে সবাই একসাথে অংশগ্রহণ করে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতা মূলক পরিবেশ উপভোগ করতে পারে। হলে কোনো একক রাজনৈতিক আধিপত্য থাকবেনা, সাধারণ শিক্ষার্থীদের মতামতই সর্বোচ্চ গুরুত্বপাবে। শুধুমাত্র শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে কাজ করা। সিট বণ্টন হবে সম্পূর্ণ স্বচ্ছ ও ন্যায্য, যেখানে শিক্ষার্থীর প্রকৃত প্রয়োজনও যোগ্যতাকেই প্রাধান্য দেওয়া। শাহজালাল হলে প্রতিটি শিক্ষার্থী সরাসরি প্রশ্ন করতে পারবে, এবংআমি তা অবশ্যই জবাব দিব। শিক্ষার্থীদের স্বার্থে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা এই ইশতেহার সমূূহ তুলে ধরে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মোঃ শাহাদাৎ হোসেন অনিক বলেন, ভোটার কাছে আমার ব্যালেট নাম্বার ২ এ মূূল্যবান ভোট প্রত্যাশা করছি। আমি আপনাদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশী।
মোঃ মাসুদুর রহমান ও শাহানারা বেগম এর সন্তান মোঃ শাহাদাৎ হোসেন অনিক। সেই তার উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে।