কিংবদন্তি সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ আর নেই

দেশের খ্যাতনামা কিংবদন্তি সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ মারা গেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে মারাত্বক হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ সময় আজ সকাল ৬টা ৫০মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। মার্কিন যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শাফিনের মৃত্যু খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ভাই হামীন। হামীন জানান, ভার্জিনিয়ায় ২০ জুলাই তার একটি কনসার্টের কথা ছিল। অনুষ্ঠানের আগে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তা বাতিল করতে হয়। ওই দিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অঙ্গ-প্রত্যঙ্গ অকেজো হয়ে পড়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। কিন্তু, আমরা তাকে আর ফিরিয়ে আনতে পারিনি।’
শাফিন আহমেদ ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।

0Shares

নিউজ খুজুন