কাদেরীয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসায় স্বাধীনতা দিবসে আলোচনা সভা

আন্জুমানে রহমানিয়া আহমদিয়া ছুন্নিয়া ট্রাস্টের পরিচালনাধিন রাজধানির মোহাম্মদপুরস্হ কাদেরীয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসায় মহান স্বাধীনতা দিবসে আলোচনা সভা ও খতমে কোরান দোয়া মাহফিল অনুস্ঠিত হয়এ এতে দেশ ও জাতির তথা মুসলিম উম্মাসহ মহান মুক্তিযুদ্ধের শহিদের স্বরণে মুনাজাত পরিচালনা করেন মাদরাসার ভাইস প্রিন্সিপাল বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন মুফতি মাহমুদুল হাসান, মুফতি মুনিরুজ্জামান কাদেরী, মুফতি ইয়াকুব হোসেন, মুফতি নাসির উদ্দীন, মওলানা নাজমুস সাদাত ফয়েজি, ছাত্র প্রতিনিধি আকিবসহ মাদরাসার ছাত্র ও শিক্ষকরা মিলে খতম আদায় করেন।
মরহুম মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী রুমেল মিডিয়াকে জানান, ধর্মীয় বরকতপূর্ণ দিবসগুলির পাশাপাশি প্রতিটা জাতীয় দিবসের গুরুত্বপূর্ণ অনুস্টানে ঢাকাস্হ এই মুহাম্মদপুর কাদেরীয়া মাদরাসায় যথাযথ মর্যাদায় পালিত হয়। অন্যান্য মাদরাসা গুলির মতো নয় মুহাম্মদপুর কাদেরীয়া মাদরাসা। পড়ালেখার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে মাদরাসা কতৃপক্ষের এই প্রয়াস।

0Shares

নিউজ খুজুন