কাজের গুণগত মান দেখে ক্ষোভ প্রকাশ

৬ জানুয়ারী’ আজ দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী জাইকার অর্থায়নে নগরীর পোর্ট কানেক্টিং রোডের উন্নয়ন কাজ দেখতে আকস্মিক পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি ফুটপাতের কাজের গুণগত মান নি¤œমানের দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজের গুণগতমান বজায় রেখে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি বলেন, নগরীর পোর্ট কানেক্টিং রোডটি দীর্ঘদিন ধরে নানা অবহেলার কারণে বন্দরের মালামাল পরিবহনসহ যাত্রীবাহী যানবাহন ও এলাকাবাসীকে নানা ভোগান্তির শিকার হতে হয়েছে। এই অবস্থায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনরূপ অবহেলা বা কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠলে এর জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্তসহ আর্থিক জরিমানার সম্মুখীন হতে হবে বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন। মেয়র এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, নগরবাসীর করের টাকা দিয়ে চসিক নগরীর রাস্তাঘাট উন্নয়ন ও সংস্কার, পরিস্কার পরিচ্ছন্নতা ও আলোকায়নের কাজ করে। তাই নগরবাসী হিসেবে নিজেদের এলাকার কাজ মানসম্পন্ন হচ্ছে কি না তা দেখভাল করার দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে। এই দায়িত্ব পালনের সময় কোন মহল বিশেষ থেকে বাধার সম্মুখীন হলে সরাসরি তাঁর একান্ত সচিবের সাথে যোগাযোগ করে অবগত করার জন্য মেয়র নগরবাসীর প্রতি আহ্বান জানান।

0Shares

নিউজ খুজুন