কল্যাণমুখী স্থানীয় সরকার গঠনে সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম জেলা প্রশাসকের আয়োজনে এবং জেলা পরিষদ চট্টগ্রাম, স্থানীয় সরকার প্রকৌশল চট্টগ্রাম ও জনস্বাস্থ্য প্রকৌশল এর সহযোগিতায় “তরুণদের দেশ গড়ার অঙ্গীকার জনসেবায় স্থানীয় সরকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে স্থানীয় সরকার দিবস-২০২৫ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় সার্কিট হাউজ থেকে এক বর্ণাঢ্য র‌্যালীর বের করা হয়। র‌্যালী শেষে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এবং স্থানীয় সরকারের পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশা প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকারের পরিসরের ব্যপকতা ও গুরুত্ব তুলে ধরে বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা গণতন্ত্রের মূলভিত্তি। কল্যাণমুখী স্থানীয় সরকার গঠনে সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।

অনুষ্ঠানের শুরুতেই স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী ও পলাশ চন্দ্র দাশ দপ্তরের উল্লেখযোগ্য কর্মকাণ্ড পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।

জেলা প্রশাসক ফরিদা খানম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার বিপিএম- সেবা মো: সাইফুল ইসলাম সানতু। এছাড়াও স্থানীয় সরকার চট্টগ্রাম এর উপপরিচালক মো: নোমান হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: দিদারুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: শরীফ উদ্দিনসহ জেলা প্রশাসন চট্টগ্রাম, স্থানীয় সরকার প্রকৌশল এবং জনস্বাস্থ্য প্রকৌশল এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

0Shares

নিউজ খুজুন