কলকাতা থেকে তরুণ বিশ্বাস : প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্টস এর আয়োজনে কোলকাতার সুজাতা সদনে সেরার সেরা বাঙালি সম্মাননা অনুষ্ঠানে তারার হাট। সমাজের বিভিন্ন স্তরে স্ব স্ব ক্ষেত্রে যাঁদের নাম মহিমান্বিত সেই সকল গুণীজনদের সম্মাননা দিতে পেরে এই প্রতিষ্ঠান নিজেরাও সম্মানিত বোধ করেন। বাংলা ও বাঙালিয়ানা এ যেন এক চিরন্তন বন্ধন। সম্প্রতি অনুষ্ঠিত হলো এই বছরের সবচেয়ে বড়ো এ্যাওয়ার্ড শো সেরার সেরা বাঙালি সম্মান ২০২৫। প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্টস এর দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে ঐদিন উপস্থিত ছিলেন এই বাংলার স্বনামধন্য বিশিষ্ট ব্যক্তিত্বগণ। গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন বিশিষ্ট আইনজীবী শ্রী শুভদীপ রায় (তেজাস),প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্টস এর সম্পাদিকা তথা বিশিষ্ট সাংবাদিক এবং সমাজ সেবিকা ডক্টর শাস্বতী দাস, লক্ষ্মী যাদব এবং প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্টস এর সকল সদস্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছিলেন বিখ্যাত বাচিক শিল্পী প্রসেনজিৎ রাহা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিধানসভার ডেপুটি চিফ হুইপ ও বিধায়ক দেবাশিস কুমার মহাশয়, ডক্টর অতনু বিশ্বাস, প্রিন্সিপাল দেবজানি গুল, বিখ্যাত অভিনেত্রী রূপাঞ্জনা মৈত্র এবং আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ বছর যাঁরা এই সেরার সেরা বাঙালি সম্মাননা গ্রহণ করেন তাঁদের মধ্যে অন্যতম চিকিৎসা বিভাগে ডক্টর অফ দ্য ইয়ার-এই সম্মাননা অর্জন করেছেন ডক্টর অতনু বিশ্বাস; প্ৰখ্যাত সংগীত শিল্পী শুভঙ্ককর দেবনাথ, টলিউডের বিশিষ্ট অভিনেত্রী রূপাঞ্জনা মৈত্র, জয় ব্যানার্জী প্রমূখ। জ্যোতিষ বিভাগেও সম্মানিত করা হয় শ্রী অমিত ধর পূর্ণিমা ভট্টাচার্য ।
এই অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিক বন্ধুদের তাঁদের স্বীকৃতীর পুরস্কার স্বরূপ সম্মাননা পত্র ও স্মারক ও উত্তরীয় ব্যাচ পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। এদের মধ্যে অন্যতম প্রদীপ কুমার সেন,তরুণ বিশ্বাস,পার্থ পাল,সম্পা দাস, অদ্রিজা ঘোষ প্রমূখ। এই অনুষ্ঠান পরিচালনায় প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্টস এর পশ্চিম বঙ্গের গোটা ইউনিটের সমস্ত সদস্যকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্ট এর সিইও তথা প্রতিষ্ঠাতা ডক্টর সৈয়দ খালিদ কোয়েস এবং প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্টস এর ন্যাশানাল অর্গানাইজেশন এর জেনারেল সেক্রেটারি শশী দীপ মহাশয়া।