কর্ণফুলি এক্স ক্যাডেট এসোসিয়েশন (কেকা) এর সহ সম্পাদক ক্যাডেট আন্ডার অফিসার (অবঃ) মিজানুর রহমান সজীব এর সঞ্চালনায় ও সভাপতি প্রাক্তন রেজিমেন্ট কমান্ডার প্রাক্তন ক্যাডেট সার্জেন্ট লে. কর্ণেল (অবঃ) তপন মিত্র চোধুরী’র সভাপতিত্বে বার্ষিক ইফতার মাহফিল ও আলোচনা সভা।
মহামারী কোভিড ১৯ এর প্রকোপের কারণে দীর্ঘসময় বড় পরিসরে কেকা’র কার্যক্রম সীমিত রাখা হলেও, অত্র ইফতার মাহফিলে প্রাক্তন ক্যাডেটদের সরব উপস্থিতি জানান দিলো কেকার সামনের সুদিনের কথা।
এতে অংশগ্রহণ করে নগরীর বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও স্কুলের প্রাক্তন ক্যাডেটদের সাথে বর্তমান প্রজন্মের ক্যাডেটরাও ।
এতে কেকার উপদেষ্টা মন্ডলীগণ, নেতৃবৃন্দ এবং সদস্যগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন চৌধুরী।
পাঠক সংখ্যাঃ ৫৩
0Shares