কবিতা : স্মৃতিরা – সৈয়দা রাজিয়া সুলতানা( শিম্মা)

স্মৃতিরা আমার গভীর প্রাণ গাছের পাতার মত ঝরে।

কথাও বলে,

অনুভব করে ব্যাথা

স্মৃতিরা কথা বলে অতীত নিয়ে তখন মনে হয় মা আমার কাছে আসে

স্মৃতিরা আমার বুকে হাডুডু, গোল্লাছুট, লাইটঘুড়ি বিভিন্ন রকমের খেলে।

আমি খুঁজে পাই ছেলেবেলা স্মৃতিরা মাঝে মাঝে আমার বুকে আগুন জ্বালায়।

তখন আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়।

তখন আমি এই দগ্ধ স্মৃতি কে মুছে ফেলতে চাই কিন্তু হায়রে স্মৃতি!

স্মৃতিরা আমায় হাসাতে পারে কাঁদাতে পারে পারে জ্বালাতে। পারে না শুধুই স্মৃতি ভ্রষ্ট করতে।

0Shares

নিউজ খুজুন