কবিতা – তবুও পরাধীন

লেখক : ফারজানা আফরোজ

আমার গ্রহে আমি আছি
স্বাধীন আমি আমার মানচিত্রে,
পরাধীন আমি তোমার জগতে।
আমার জগতে আমি আছি
এই ভূখন্ডে আমি অধীশ্বর
একাই ভাঙ্গব সকল ঢেউ।
কার্নিশে আঁকা আমার ছবি,
আমার ফটক খুলব আমি।
তুমি যদি বল ছাড়ব সবই
শুধু তোমার জগতে,
আমি তবু পরাধীন।
ভাংতে ভাংতে হয়েছি বালুচর
কুড়াই বনফুল এই প্রভাতে
মন সঁপেছি তোমার তরে।
চির পরাধীন তোমার জগতে।

0Shares

নিউজ খুজুন