আসন্ন পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা রোধে নগরীতে ফিটনেস ও রুটপারমিট বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানে মাঠে নেমেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগ। এরই অংশ হিসেবে আজ ১৩ এপ্রিল উপ-পুলিশ কমিশনার এন.এন নাসিরুদ্দিনের নেতৃত্বে¡ নগরীর ওয়াসা মোড় ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সড়কে অবৈধভাবে চলাচলরত ১৪টি গ্রাম সিএনজি অটোরিক্সা ও ২টি বাসসহ মোট ১৪টি গাড়ি আটক করে সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক ব্যবস্থা নেয়া হয়েছে। একই সাথে একটি বাসের ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্সবিহীন একটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। টিআই (চকবাজার) বিপ্লব পাল, টিআই (টাইগারপাস) অপূর্ব পাল, সার্জেন্ট শহিদুল ইসলাম, সার্জেন্ট আহমেদ হাসান জুয়েল, সার্জেন্ট ইমরান আলী, সার্জেন্ট মোঃ মেহেদী মিরন, সার্জেন্ট শাহেদ ইকবাল ও দায়িত্বরত কনস্টেবলগণ অংশ নেন অংশ নেন।
সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিন বলেন, সড়কে চলাচলকারী ফিটনেস ও রুটপারমিট বিহীন গাড়ি, অবৈধ ব্যাটারী রিক্সা ও গ্রাম সিএনজি’র বিরুদ্ধে ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।