ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ

নিউজ চাটগাঁ ডেক্স : চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার) বলেছেন, ইতিবাচক মনোভাব নিয়ে সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে হবে। মানুষের উপকার হয় এমন কার্যক্রমে সত্যিকার অর্থে মানবিক মূল্যবোধ নিয়ে নিজেকে পরিচালিত করতে হবে। সহযোগিতা এবং সহায়তার মানসিকতা তৈরি করতে পারলেই সমাজে প্রতিটি ক্ষেত্রে গুণগত পরিবর্তন আসবে খুব সহজেই। তাই আমাদের সকলকেই যার যার অবস্থান থেকে মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ আগামীর পথে। গত ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম শিল্পকলা একাডেমি হল রুমে সার্কভুক্ত দেশগুলোর সমন্বয়ে গঠিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আবছার উদ্দিন অলির সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির বোর্ড মেম্বার ডাঃ শেখ শফিউল আজম, বিশিষ্ট লেখক, কবি ও প্রাবন্ধিক মোঃ ইকবাল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা, অভিষেক উদযাপন পরিষদের আহ্বায়ক লায়ন সাইফুল ইসলাম ভূঁইয়া রাসেল ও সদস্য সচিব লায়ন আব্দুল মান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। নবগঠিত কমিটির শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি মিজানু রহমান বাপ্পী। অভিষেক উপলক্ষে বিভাগীয় কমিটির পক্ষ থেকে ত্রৈমাসিক নিউজ বুলিটিন “মানবাধিকার সংবাদ প্রতিদিন” প্রকাশিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, আলাউদ্দিন তাহের, কথা চৌধুরী, সামিনা সাফা চৌধুরী, প্রিয়া ভৌমিক, মিজান মোরশেদ, কাজী নুর হোসেন রুবেল, আহমেদ নুর মাসুদ, সাবরিনা সাবা। নৃত্য পরিবেশন করেন, কালার্স একাডেমির সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে কবুতর ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন উপস্থিত অতিথিবৃন্দ।

0Shares

নিউজ খুজুন