ঐক্যবদ্ধ থাকতে হবে ধানের শীষের নেতাকর্মীদের

ডেস্ক রির্পোট : আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চট্টগ্রাম বিভাগের আওতাধীন সংসদীয় আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় সভা ২৬ অক্টোবর সম্পন্ন করেছে।
সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক- নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, জমির উদ্দিন সরকার ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মতবিনিময় সভায় অংশ নেওয়া বিএনপির নেতারা জানান, দলের ভারপ্রাপ্ত যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে ধানের শীষের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।দলীয় স্বার্থে সবাইকে ব্যক্তিগত অভিমান ভুলে একত্রে কাজ করতে হবে তাহলেই বিজয় সম্ভব। আমরা নেতার এই নির্দেশনা ইনশআল্লাহ মোতাবেক কাজ করে যাবো।
উল্লেখ, বিএনপি চট্টগ্রামের বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীরা সভায় উপস্থিত ছিলেন।
0Shares

নিউজ খুজুন