জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব সম্পর্কে মতামত জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শেরেবাংলা নগরে সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে সংস্কার প্রস্তাব সম্পর্কে নিজেদের মতামত জমা দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ।
প্রেস ব্রিফিংয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, আজ থেকে শুরু হচ্ছে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের সংলাপ। বেশ কিছু রাজনৈতিক দল আমাদেরকে ইতোমধ্যে তাদের মতামত প্রদান করেছে। আমরা একইসাথে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করছি এবং তারই ভিত্তিতে আলোচনা শুরু করছি। ঈদের আগে অন্ততপক্ষে চারটি রাজনৈতিক দলের সাথে আলোচনা শুরু করবো এবং ঈদের পর পর্যায়ক্রমে সকল রাজনৈতিক দলের সাথে সংলাপ অনুষ্ঠিত হবে।
সংলাপের প্রথম দিন আমন্ত্রণ জানানো হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) কে। বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ সংলাপ অনুষ্ঠিত হবে।