ঢাকা প্রতিনিধি : আজ ২১ মার্চ এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের ভবনে জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার বাস্তবায়ন ও ভবিষ্যত পরিকল্পনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটি সদস্য এডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার এম,পি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট আবুল হাশেম। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর মহাসচিব মুহাম্মদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি রাজনীতিবিদ এম গোলাম মোস্তফা ভূইয়া, সংগঠনের সভাপতি শেখ মোঃ শহিদুল ইসলাম।
পাঠক সংখ্যাঃ ৩৬
0Shares