এরশাদ উল্লাহ’র নির্বাচনি সভায় গুলিবিদ্ধ হয়ে নিহত ১

ডেস্ক রির্পোট : চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ নগরীর চাইল্লাতলী এলাকায় ৫ অক্টোবর সন্ত্রাসীদের গুলিবিদ্ধ হওয়ায় ঘটনায় বিএনপিকর্মী সরোয়ার হোসেন বাবলা (৩৫) নিহত হয়েছে।

ঘটনাস্থল থেকে তাদের নিয়ে বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে সরোয়ার হোসেন বাবলা।তিনি পাঁচলাইশ ওয়ার্ডে নির্বাচনি সভায় বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর সাথে ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য মতে, সরোয়ারের কাঁধে অস্ত্র ঠেকিয়ে  গুলি করলে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। এলাকায় গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

0Shares

নিউজ খুজুন