এরশাদ উল্লাহ’র গুলিবিদ্ধ ঘটনার প্রতিবাদে আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির বিক্ষোভ

ডেস্ক রির্পোট : চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি প্রচারণার সময়ে নির্বাচন বানচালকারী নাশকতারকারী সন্ত্রাসী হামলার প্রতিবাদে আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি কেসিদে রোড হয়ে লালদীঘি হয়ে আন্দরকিল্লার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পরবর্তীতে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন আলী নুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, চট্টগ্রাম -৯ সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলমগীর নূর, আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ওসমান গনি, যুগ্ম আহবায়ক কলিম উদ্দিন, আলী আজগর, ওয়ার্ড বিএনপি নেতা প্রশান্ত পান্ডে  জসিম উদ্দিন সাগর, বশর সহ বিএনপির নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন বানচালকারী নাশকতারকারীদের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে এই হামলা সংগঠিত হতে পারে। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে এই সন্ত্রাসী মোকাবেলা করা হবে। অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

0Shares

নিউজ খুজুন